কক্সবাজারের একটি হোটেলে জেলা জামায়াতের সেক্রেটারি ও সদর উপজেলা চেয়ারম্যান জিএম রহিম উল্লাহর লাশ উদ্ধার করা হয়েছে। গাঁরওয়ের ৩১৬ নম্বর কক্ষ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
নিহত আত্মীয় ও হোটেল কর্তৃপক্ষের জানান, রাহিম উল্লাহ সোমবার ভেরুখালী গ্রাম থেকে শহরে আসেন। রাতে কাজ শেষে তিনি, তার শ্বশুর মালিকানাধীন হোটেলে থাকেন। সকালে ডাকাডাকি করে কোনো প্রতিক্রিয়া না পেয়ে, তার রুমে লক এক পর্যায়ে ভাঙ্গা হয়। ধারণা করা হচ্ছে, যে তিনি রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।