২০১৯ সালের পর দীর্ঘ প্রায় ৩৩ মাস পর নিজ নির্বচানী এলাকায় নোয়াখালীর কোম্পানীগঞ্জে আসছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তাঁর আগমণকে ঘিরে জেলা ও উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। বাড়ানো হয়েছে প্রশাসনিক নিরাপত্তা।
বুধবার (৪ মে) বিকেলে মন্ত্রীর আগমনের বিষয়টি নিশ্চিত করে জেলা আ.লীগের আহবায়ক খায়রুল আনম সেলিম।
কোম্পাগঞ্জে আওয়ামীলীগে দুই গ্রুপের চলমান সমস্য সমাধানের জন্য আলাদা বৈঠকে বসবেন বলেও যানা যায়।
কর্মী সমর্থকদেক আশা সংকট সমাধানে মন্ত্রী গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে।