সাবেক 10 সেনা কর্মকর্তা গণফোরামে সাথে যোগ দেন। আজ সোমবার বিকেলে মতিঝিলের গনফোরাম সভাপতি মো। কামাল হোসেন চেম্বারে তারা আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।
সাবেক সেনাপ্রধানদের মধ্যে বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট কর্নেল (অবসরপ্রাপ্ত) খন্দকার ফরিদুল আকবর পিএসসি, এমবিএস, লেফটেন্যান্ট কর্নেল (অবসরপ্রাপ্ত) অধ্যাপক শেখ আকরাম আলী পিএইচপি, লেফটেন্যান্ট কর্নেল (অব।) মো। শহীদুল্লাহ পিএসসি, এমডিএস ইত্যাদি। কামাল হোসেন ছাড়াও দলের কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, মোফিজুল ইসলাম খান কামাল, এ এ এম শফিকুল্লাহ ও জগলুল হায়দার আফ্রিক উপস্থিত ছিলেন। সুব্রত চৌধুরী বলেন, দেশের কঠিন সময়ে দেশকে শক্তিশালী করার জন্য সাবেক সামরিক কর্মকর্তা যোগ দেন।