গ্রাম বাংলার মেঠোপথে অমাবস্যার আঁধারের আঁকি মেললে চারিদিক দেখা যায় মিট মিট করে জ্বলে উঠে জোনাকি পোকা। দূর থেকে মনে হয় জোনাকি পোকার ঝাঁকে কতোই না আলো। যতোই না ঐ ঝাঁকের ধারে পৌঁচানো যায় ততোই অনুধাবণ হয় হাজারো জোনাকি পোকার আলো একসাথ হয়ে ও একটা দিয়াশলাই এর আলোর সমান নয়।
অথচ পথিকের অনুভবে অবাক লাগে না জানি কতোই-না আলো জোনাকির! ছেলেবেলা কেটেছে বাঁধভাঙা উচ্ছ্বাসে কতক জোনাকি পোকা বোতল ভরে আলোর প্রজ্বলন ঘটিয়ে আঁধারে আলো জ্বালাবো বলে।সেই পুরনো স্মৃতি আজও মনে পড়ে যায়। আজকালের সময়ে কেন যেন হারিয়ে যাচ্ছে জোনাকি পোকা গুলো। তবে এটাও ঠিক ঐ পোকা গুলো হারিয়ে গেলেও পোকাগুলোর সম কক্ষে আসনে থাকে কিছু মানুষ। নিজেকে ভাবনার সাগরে ডুবিয়ে অন্যের মিথ্যে তথ্যের অন্বেষায় ঘুরে বেড়ায় -লা চাঁদ মহল।
তাদের নেই কোন আপন কিংবা পর বেপরোয়া হয়ে উঠেছে – লা চাঁদ মহল। কালে কালে ক্ষনিকের সুখের সন্ধানে হারিয়ে যায় -লা চাঁদ মহল । আর তখনি বুঝতে বাকী থাকেনা তাদের আসল রুপ। যেমনটা হয়ে থাকে জোনাকি পোকা গুলোর মতো- আঁধার কেটে প্রভাত ফেরীতে মিশে যায় প্রকৃতির সাথে। শুধু অপেক্ষার প্রহর গুনতে থাকে, এটাই তো তাদের কাজ। শেষ কি হবে না?
লেখক: মোহাম্মদ আলী লিটন