ঢাকা ১৮ আসনে বিএনপির প্রার্থী এস এম জাহাঙ্গীরকে অবাঞ্চিত ঘোষণা করে উত্তরায় মশাল মিছিল করেছে দলের মনোনয়ন বঞ্চিত ও বহিষ্কৃত নেতারা ।
বৃহস্পতিবার, উত্তরার আজমপুর এলাকায় তারা প্রতিবাদী মশাল মিছিলটি করে।
এ সময় দলের বহিষ্কৃত নেতা নাজিমউদ্দিন দেওয়ান বলেন, ঢাকা ১৮ আসনে এস এম জাহাঙ্গীরকে ধানের শীষের মনোনয়ন দেয়ায় উত্তরায় স্থানীয় নেতাকর্মীদের মধ্যে বিভাজন তৈরি হয়েছে। গুলশান কার্যালয়ে হামলার ঘটনায় দলীয় কেনো ব্যবস্থা না নেয়া এবং বিএনপি মহাসচিবের বাসায় হামলার ঘটনায় নেতাকর্মীদের বহিষ্কারের কারনে উত্তরা বিএনপি এস এম জাহাঙ্গীরকে অবাঞ্চিত ঘোষনা করে।
বহিষ্কার প্রত্যাহার না করলে প্রতিবাদ অব্যাহত থাকবে বলেও জানান নেতারা।