নায়াপল্টনের সংঘর্ষের ঘটনায় রোববার রাতে কাকরাইল থেকে গাজী নাজনীন ও বিএনপি নেতা নিপুন রায় চৌধুরীকে আটক করা হয়। পল্টন থানায় তিনটি মামলা দায়ের করা হয়েছে এবং নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে এই ঘটনায় অগ্নিকাণ্ডে দুটি যানবাহন পুড়িয়ে দেয়ার অভিযোগে।
বুধবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে, দলের কর্মী ও পুলিশের মধ্যে সংঘর্ষ । এতে বিএনপির কয়েকজন কর্মী ও পুলিশ সদস্য আহত হন।