মুজিব শতবর্ষ’র কর্মসূচির অংশ হিসেবে সারাদেশে ছাত্রলীগ ‘বৃক্ষরোপণ কর্মসূচি’ হাতে নিয়েছে। এরই ধারাবাহিকতায় নোয়াখালীতে কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগ বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নেয়।
বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরের দিকে সরকারি মুজিব কলেজে এ কর্মসূচি পালন করা হয়।
ছাত্রলীগনেতা তাসিক বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ,বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের নির্দেশনা মতে বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জার পরামর্শে মুজিব শতবর্ষের কর্মসূচি হিসেবে কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগ এ বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করি।
এ কর্মসূচি চলমান বলে জানায় এ ছাত্রলীগ নেতা।
এ সমোয় উপস্থিত চিলেন কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি নিজাম উদ্দীন মুন্না, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক শাহ ফরহাদ লিংকন, বসুরহাট পৌরসভা ছাত্রলীগের সভাপতি আব্দুল আউয়াল মানিক, সাধারণ সম্পাদক জাকির হোসেন হৃদয়, সরকারি মুজিব কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোরারক হোসেন রিয়াদ সহ উপজেলা, পৌরসভা, কলেজ ছাত্রলীগের নেতাকর্মী।