নোয়াখালী জেলার কবিরহাট উপজেলার ১নং নরোত্তপুর ইউনিয়নে সাধারন কৃষক, রিক্সা চালক,দিন মজুরসহ অসহায় লোদের বয়স্ক ভাতা,বিধবা ভাতা, বৃদ্ধ ভাতার নাম করে শতাধিক শ্রমজীবিদের কাছ থেকে ১০০০/- টাকা করে নিলেন সম্ভব্য চেয়ারম্যান পদপ্রার্থী সাহাদাৎ হোসেন মাসুদ,
সদস্য জেলা যুব লীগ।
তার সহযোগী হিসেবে টাকা উত্তোলন করে চাঁন মিয়া, ননা মিয়া ব্যাপারী বাড়ী।
যাদের কাছ থেকে বিভিন্ন ভাতার নাম করে ১০০০/- টাকা করে নিয়েছে, উদাহরণ স্বরুপ কিছু লোকের নাম দিলাম। চাইলে যাচাই করতে পারবেন, প্রয়োজনে ভুক্তভোগীদের অডিও ক্লিফ নিতে পারবেন।
ভুক্তভোগীদের নাম ও বাড়ির নামঃ
১/ ইব্রাহীম,চকিদার বাড়ী, নুরসোনাপুর।
২/ বেলালের মা, ” ” ” ” ” ।
৩/ সোহেলের মা , নন্দী বাড়ী, নুরসোনাপুর।
৪/ আলেয়া ” ” ” ” ” ” ।
৫/ পিরোজা ” ” ” ” ” ” ।
৬/ মাজেদা ” ” ” ” ” ।
৭/ বেবী ” ” ” ” ” ।
৮/ বেলু কাকার বউ, মানিক মাঝী বাড়ী,নুরসোনাপুর।
৯/ হুক্কু হাবু মাঝী বাড়ী, নুরসোনাপুর।
আমরা নোয়াখালী জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক, ৪ আসনের মাননীয় এমপি, একরামুল করিম চৌধুরী।
উপজেলা চেয়ারম্যান কামরুন নাহার শিউলী।
পৌরসভার মেয়র জহিরুল হক রায়হান সহ দৃষ্টি আর্কষণ করে এলাকার যুব সমাজদের অনলাইনে ক্ষোভ প্রকাশ।
যুব সমাজ বলেন আমরা গন মজলিসে বিচার চাই, ঐদিন আমরা ভিডিও অডিও রেকড নিয়ে হাজির হবো।
যদি প্রমান না দিতে পারি, ঐ জনগনের সামনে আমাদের বিচার করবেন জনগ।