নুর উদ্দিন মুরাদ:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে কহিনুর হুদা নুরানী মাদরাসা ও এতিমখানার নতুন ভবন উদ্বোধন করা হয়। ১৩ নভেম্বর,মঙ্গলবার সকাল ১০ টায় মাদরাসা প্রাঙ্গনে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ, মাদরাসার প্রতিষ্ঠাতা বাংলাদেশ ছাত্রলীগ নির্বাহী কমিটির সাবেক সহ- সভাপতি নুরুল করিম জুয়েল, চরহাজারী ইউনিয়ন চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মোহাম্মদ নুরুল হুদা, বিশিষ্ট সমাজ সেবক খোরশেদ আলম, চরহাজারী আওয়ামীলীগের সহ-সভাপতি হুমায়ুন কবির শাহজাদা,যুবলীগ নেতা নাজিম উদ্দিন জন্টু,ইউপি সদস্য আবদুল মালেক, চরহাজারী ওলামালীগ সভাপতি মাওলানা ফারুকে আজম, হাজারী হাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আমিন বশির, বোরহান উদ্দিন মিঠু, জাহিদুর রহমান আকাশ,জি এম নওশাদ প্রমুখ।
এসময় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ বলেন, শিক্ষা অত্যান্ত গুরুত্বপুর্ন। গ্রামের প্রতিটা প্রান্তে এরকম নুরানী শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠলে শিশুদের ঝরে পড়া রোধ হবে।আরবীর পাশাপাশি বাংলা, ইংরেজী,গণিত বিষয় গুলো আবশ্যিক হওয়ায় আরো গুরুত্বপুর্ন ভুমিকা রাখবে।