জাতীয় ঐক্যফ্রন্টে দাবির পেক্ষিতে সংসদীয় নির্বাচন সাত দিন পিছানো হয়েছে। নতুন তারিখ ৩০ ডিসেম্বর। মনোনয়নপত্র দাখিলের তারিখ ১৯ নভেম্বর থেকে ২৮নভেম্বর করা হয়েছে।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ইভিএম মেলায় প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা ঘোষণা করেন। তিনি বলেন, বিএনপি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত খুবই ইতিবাচক। সিইসি বলেন, ইসি তাদের সিদ্ধান্তের অপেক্ষায় ছিল। তবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইসি কে পাঠানো ঐক্য জোটের পক্ষে এক মাসের জন্য নির্বাচনের সময়সূচি পিচানোর আবেদন জানান।