নোয়াখালী জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক বিশিষ্ট শিল্পপতি নাজমুল হক নাজিম নিজ এলাকায় দেড় হাজার অসহায় পরিবারকে বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার পক্ষ থেকে রমজানের খাদ্য উপহার বিতরণ করেছেন।
সোমবার সকালে তার জন্মভূমি নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলার চরফকিরা কবি জসিম উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে এ খাদ্য উপহার সামগ্রী বিতরণ করা হয়।
এসময় নাজমুল হক নাজিম বলেন লকডাউন পরিস্থিতি স্বাভাবিক হওয়া পর্যন্ত কর্মহীন অসহায় পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ অব্যহত রাখবেন এবং পরবর্তীতেও তিনি অসহায় মানুষের পাশে থাকবেন বলে আশ্বস্ত করেন।
উল্লেখ্য, সমাজসেবক নাজমুল হক নাজিম এর আগেও অসহায় মানুষদের খাদ্য সহায়তা প্রদানের জন্য নগদ দুই লক্ষ পন্ঞ্চাশ হাজার টাকা, সাংবাদিক, পুলিশ, ডাক্তারদের জন্য পিপিই, হ্যান্ড গ্লাব্স, গগলস প্রদানসহ নানান মানবিক ও সুরক্ষা সামগ্রী বিতরণ করেন।
কবি জসিম উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে শিল্পপতি নাজমুল হক নাজিমের খাদ্য উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে নাজমুল হক নাজিম ছাড়াও উপস্থিত ছিলেন চরফকিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাল উদ্দিন লিটন,কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জায়েদল হক কচি, ইউনিয়ন যুবলীগের সভাপতি আকবর হোসেন, সেক্রেটারি আজাদ মেম্বার ও ইউপি সদস্য ইউসুফ প্রমূখ।