নুর উদ্দিন মুরাদ:
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার উদ্যােগে ১৭ টি কিন্ডারগার্টেন শিক্ষক ও কর্মচারীদেরকে মানবিক সহায়তা প্রদান করা হয়।
সোমবার(১১ মে) বেলা ১১ টায় বসুরহাট পৌর মিলায়তনে এ মানবিক সহায়তা বিতরন করা হয়।
এসময় বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জার সভাপতিত্বে সহয়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মো. শাহাব উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ।
এবিষয়ে পৌরমেয়র আবদুল কাদের মির্জা বলেন, করোনা ভাইরাস-এর প্রাদুর্ভাবে আমাদের শিক্ষক সমাজ অসহায় জীবন-যাপন করছেন। দুঃখ কষ্টের অনুভূতি কারো কাছে প্রকাশ করতে পারে না সে বিবেচনায় এ মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।
উল্লেখ্য,এসময় ১৭ টি কিন্ডারগার্টেনের ১ শত ৮১ জন শিক্ষক ও কর্মচারীদের প্রত্যেককে ১ হাজার টাকা করে সহায়তা প্রদান করা হয়।