৩০০ অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ করল কোম্পানীগন্জ উপজেলা ছাত্রলীগ, তাহশিক মির্জার নেতৃত্বে।
সারা বিশ্ব যখন করোনা ভাইরাসের কারনে নিস্তব্ধ। অদৃশ্য এক শত্রুর সাথে যুদ্ধে নেমেছে গোটা বিশ্ব । তারই ধারাবাহিকতায় করোনার হাত থেকে রেহায় পায়নি বাংলাদেশ ও থেমে নেই এই অদৃশ্য শত্রু করোনার সাথে মোকাবিলা করার জন্য যুদ্ধে নেমেছে বাংলাদেশও।
করোনার প্রাদূর্ভাব যতই বাড়ছে সাধারণ মানুষের অসহায়ত্ব ততই বেড়েই চলছে । কর্মহীন মানুষগুলো পড়ে গিয়েছে পরিবার পরিজন নিয়ে বিপাকে । এই অসহায় পরিবারগুলোর কথা চিন্তা করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকনির্দেশনা বাস্তবায়ন করার লক্ষ্যে কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগ বিভিন্নধরনের কর্মসূচী হাতে নিয়েছে।
কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগ যে কর্মসূচীগুলো হাতে নিয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো কোম্পানীগঞ্জ উপজেলা আওতাধীন সকাল ইউনিয়ন ও ওয়ার্ড প্রত্যেকটি ইউনিয়নে প্রধানমন্তীর তহবিল থেকে খাদ্যসামগ্রী অসহায় দারিদ্র্য পরিবারের মাঝে বিতরনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগ, বাড়ীতে বাড়ীতে গিয়ে এসকল খাদ্য সামগ্রী বিতরণ করেছেন।
তারই ধারাবাহিকতায় রমযান মাসেও থেমে নেই কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগ। অসহায় মানুষগুলোর পাশে দাড়িয়েছেন – তাহশিক মির্জা কাদের ।
তাহশিক মির্জা কাদের তার ব্যাক্তিগত তহবিল থেকে কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে হতদরিদ্র মানুষ,দিন মজুর খেটে খাওয়া মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছেন।
এ সমোয় আর উপস্থিত চিলেন নিজাম উদ্দীন মুন্না সভাপতি কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগ, শাহ ফরহাদ লিংকন সাধারণ সম্পাদক কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগ, আব্দুল আউয়াল মানিক সভাপতি বসুরহাট পৌরসভা ছাত্রলীগ, জাকির হোসেন হৃদয় সাধারণ সম্পাদক বসুরহাট পৌরসভা ছাত্রলীগ, নুরে মাওলা রাজু সভাপতি সরকারি মুজিব কলেজ ছাত্রলীগ, মোবারক হোসেন রিয়াদ সাধারণ সম্পাদক সরকারি মুজিব কলেজ ছাত্রলীগ, সহ উপজেলা, পৌরসভা, কলেজ ছাত্রলীগের নেতাকর্মী।