তারিকুল ইসলাম চৌধুরী, দিনাজপুর।।
দিনাজপুরের চিরিরবন্দরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভাই ও ভাতিজার সাবল বাঁশের আঘাতে লুৎফর রহমান (৬৫) মৃত্যু হয়েছে।গতকাল গতকাল বিকাল ০৪টায় ৩ নং ফতেজংপুর ইউনিয়নের কিসমত ফতেজংপুর গ্রামের কালাচান পাড়া এলাকায় এই ঘটনা ঘটে।প্রতক্ষদর্শী ও থানা সুত্রে জানা যায়, ছোট ভাই সিরাজুল ইসলামের পাটক্ষেতে বড় ভাই লুৎফর রহমানের ছাগল প্রবেশ করায় দুই ভাই বিতর্কে জড়িয়ে পড়ে। বিতর্কর এক পর্যায়ে সংঘর্ষ বাধলে ছোট ভাই ও ভাতিজারা দা কুড়াল সাবল দিয়ে বড় লুৎফর রহমানকে এলোপাতাড়ী কোপ দেয়। এরপর তাকে স্থানীয়রা উদ্ধার করে রংপুর ম্যাডিকেল কলেজ হাসপালে ভর্তি করায়। ভর্তি অবস্থায় তিনি আজ ভোর ৬টায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপালে মারা জান। এ ব্যাপারে চিরিরবন্দর থানা পুলিশ ১জন কে আটক করছে।এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে চিরিরবন্দর থানায় আটজনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। যাহার মামলা নং-৫ ।এ ব্যাপারে চিরিরবন্দর থানা অফিসার ইনচার্জ সুব্রত কুমার সরকার বলেন আমরা খবর পেয়ে দ্রুত ঘটনা স্থলে যাই এবং মামলা দায়েরের পর একজন আসামী আটক করি।