সিরিজ জয়ের জন্য দ্বিতীয় ও শেষ টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে লড়াই করছে বাংলাদেশ। মিরপুরে টসে জিতে প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেই বাংলাদেশ । উদ্বোধনী ব্যাটসম্যান ইমরুল কায়েস দলীয় ১৩ রানের মাথায় ফিরে যান।
ক্যাপ্টেন মাহমুদুল্লাহ রিয়াদের ব্যাটসম্যানরা মিরপুরের উইকেটের সুবিধা নিতে আশ্বাস দিয়েছেন। ইমরুল কায়েসও সাবধানবাণী শুরু করার পরেও সফল হননি। দলীয় ১৩ রানে কাইল জার্ভিসের শিকার হন এই বাঁ-হাতি । পরে লিটন দাসের মমিনুল হক সৌরভের অংশীদার হন।
একাদশে তিন পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে স্বাগতিকরা।ব্যাটসম্যান মোহাম্মদ মিতুন ও তরুণ পেসার খালেদ আহমেদ সাদা পোশাক পরে অভিষেক করেছেন। কাটিং মাস্টার মুস্তাফিজ বাকি ঋতুতে বোলিংয়ের জন্য অপেক্ষা করেছিলেন।
নাজমুল হোসেন শান্ত, নাজমুল আপু ও পারেশ আবু জয়েদ চৌধুরী রীহিকে সিলেট টেস্ট দল থেকে বাদ দেওয়া হয়েছে। জিম্বাবুয়ে তে কোন পরিবর্তন নেই। সিরিজ ১-০ এগিয়ে অতিথিরা।