প্রধানমন্ত্রীর স্বাক্ষর জালিয়াতির অভিযোগে গ্রেফতার হওয়া তিনজনকে রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
শুক্রবার তাদের তিনজনকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে তেজগাঁও থানা পুলিশ। এ সময় তাদের বিরুদ্ধে স্বাক্ষর জালিয়াতির অভিযোগে করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মঈনুল ইসলাম প্রত্যেকের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
অভিযুক্ত তিনজন হলেন- তরিকুল ইসলাম, শরিফুল ও নিজামউদ্দিন।
এর আগে, বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর স্বাক্ষর জালিয়াতি করার অভিযোগে তেজগাঁও এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। তারা প্রধানমন্ত্রীর স্বাক্ষর জালিয়াতি করে বিভিন্ন অনৈতিক ও প্রতারণামূলক কাজ করতেন। তাদের নামে প্রতারণার অভিযোগ এনে তেজগাঁও থানায় মামলা করা হয়।