আওয়ামী লীগের টিকটে নির্বাচনের সিদ্ধান্তের কয়েক ঘণ্টা পর সাকিব আল হাসান বলেন, তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন। নিদ্দিষ্ট সূত্র মতে জানা যায়, সাকিব আল হাসান কে প্রধানমন্ত্রী নমিনেশন না নেয়ার জন্য বলেছেন । তোমার এখনো অনেক সময়, দল কে এখনো অনেক কিছু দেয়ার আছে, আরও ৫ বছর ক্রিকেটে সময় দাও।
উল্লেখ্য গত ৮ তারিখ সাকিব আই সি সির আইন প্রনেতার সদস্য নির্বাচিত হয়েছে।
এর আগে শনিবার সকালে আওয়ামী লীগের মনোনয়নপ্রাপ্ত নির্বাচন কমিটির সদস্য ও দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান, রোববার সকাল সাড়ে ৮ টার দিকে সাকিব আল হাসান ও মশরাফি বিন মুস্তাফা আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনবেন।
এরপর দুপুরে একটি শীর্ষ স্থানীয় দৈনিক পত্রিকা সাকিব নিজেই একই কথা বলেছিলেন। ম্যাগুরা -১ আসনের জন্য আওয়ামী লীগ মনোনয়নপত্র কিনতে চেয়েছিলেন তিনি।
এদিকে, শনিবার সন্ধ্যায় মাশরাফির বিন মোতাহারজা যমুনা টেলিভিশনকে নিশ্চিত করেছেন যে তিনি রোববার মনোনয়নপত্র কিনবেন। নড়াইল -২ আসনের সংসদীয় আসনের জন্য মনশফির মনোনয়ন দেওয়া হবে।
সূত্র যমুনা টিভি