নুর উদ্দিন মুরাদ:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ২১ কওমী মাদ্রাসায় সরকার প্রদত্ত অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ মে) সকালে উপজেলা পরিষদ হল রুমে এ চেক বিতরণ করা হয়।
জানা যায়, প্রধানমন্ত্রী সদয় হয়ে সারা দেশের ন্যায়
করোনায় ক্ষতিগ্রস্ত নোয়াখালী জেলার ২০৩টি কাওমী মাদ্রাসা ও এতিমখানায় প্রায় ৩৪ লক্ষ টাকা আর্থিক অনুদান দিয়েছেন।এর মধ্যে কোম্পানীগঞ্জ’র ২১টি কওমী মাদ্রাসার এতিম ও দুঃস্থ শিক্ষার্থীদের জন্য ৩ লাখ ৩০ হাজার টাকা বরাদ্দ প্রদান করা হয়।
বরাদ্দকৃত অর্থ সংশ্লিষ্ট মাদ্রাসা প্রধানদের মাঝে বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন বসুরহাট পৌরমেয়র আবদুল কাদের মির্জা। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো.ফয়সাল আহমেদ ও বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সহ-সভাপতি মো.নুরুল করিম জুয়েল প্রমূখ।