নুর উদ্দিন মুরাদ:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে আবু ছায়েদ জাহান ফাউন্ডেশন’র উদ্যোগে করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্ত অস্বচ্ছল পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার(৭ মে) সকাল ১১ টার দিকে উপজেলার আবুমাঝির হাটে ফাউন্ডেশনের চেয়ারম্যান এ এস এম মাঈন উদ্দিন পিন্টুর অর্থায়নে ২ শতাধিক অস্বচ্ছল পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করেন বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা।
এসময় উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইস্কান্দার হায়দার চৌধুরী , হাজারীহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সুলতান আহমেদ চৌধুরী,হাজারীহাট আলিম মাদ্রাসা প্রিন্সিপাল মোহাম্মদ উল্যাহ্,উপজেলা আওয়ামীলীগের স্থাস্থ্য বিষয়ক সম্পাদক আবদুল্লাহ আল মামুন,কেন্দ্রীয় ছাত্রলীগ নির্বাহী সংসদের সাবেক সহ-সভাপতি মো.নুরুল করিম জুয়েল প্রমূখ।