সারা বিশ্ব যখন করোনা ভাইরাসের কারনে নিস্তব্ধ। অদৃশ্য এক শত্রুর সাথে যুদ্ধে নেমেছে গোটা বিশ্ব । তারই ধারাবাহিকতায় করোনার হাত থেকে রেহায় পায়নি বাংলাদেশ ও থেমে নেই এই অদৃশ্য শত্রু করোনার সাথে মোকাবিলা করার জন্য যুদ্ধে নেমেছে বাংলাদেশও।
করোনার প্রাদূর্ভাব যতই বাড়ছে সাধারণ মানুষের অসহায়ত্ব ততই বেড়েই চলছে । কর্মহীন মানুষগুলো পড়ে গিয়েছে পরিবার পরিজন নিয়ে বিপাকে । এই অসহায় পরিবারগুলোর কথা চিন্তা করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকনির্দেশনা বাস্তবায়ন করার লক্ষ্যে ঢাকা মহানগর দক্ষিন ছাত্রলীগ বিভিন্নধরনের কর্মসূচী হাতে নিয়েছে।
ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগ যে কর্মসূচীগুলো হাতে নিয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো ঢাকা মহানগর দক্ষিণের আওতাধীন সকাল থানা ও ওয়ার্ড প্রত্যেকটি ইউনিয়নে প্রধানমন্তীর তহবিল থেকে খাদ্যসামগ্রী অসহায় দারিদ্র্য পরিবারের মাঝে বিতরনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগ, বাসায় বাসায় গিয়ে এসকল খাদ্য সামগ্রী বিতরণ করেছেন।
তারই ধারাবাহিকতায় রমযান মাসেও থেমে নেই ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগ। অসহায় মানুষগুলোর পাশে দাড়িয়েছেন – ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের উপ-প্রচার সম্পাদক জাহিদুল হোসেন চৌধুরী দিপ্ত ।
জাহিদুল হোসেন চৌধুরী দিপ্ত তার ব্যাক্তিগত তহবিল থেকে ঢাকা মহানগর দক্ষিণের বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে রিক্সা ও ভ্যান চালক,দিন মজুর খেটে খাওয়া মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছেন।