করোনার প্রভাবে দেশ তথা গোটা বিশ্বে সৃষ্ট এই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে মিরপুর- ১০ এলাকায় অসচ্ছল, কর্মহীন ও অভাবগ্রস্থ পরিবারের মধ্যে খাদ্য ও প্রয়োজনীয় ইফতার সামগ্রী বিতরণ করেছে ঢাকা মহানগর উওর ছাত্রলীগ নেতা বখতিয়ার ফাহমি।
ঢাকা মহানগর উওর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান হৃদয়ের নির্দেশনা অনুযায়ী বখতিয়ার ফাহমি আজ ৪ মে সোমবার দুপুরে মিরপুর ১০ এলাকার শতাধিক পরিবারের মধ্যে প্রয়োজনীয় খাদ্য ও ইফতার সামগ্রী বিতরণ করে ।
নোভেল করোনাভাইরাসের (কোভিড-১৯) প্রভাবে স্থবির হয়ে পড়েছে গোটা বিশ্ব, থেমে গেছে অর্থনীতির সকল চালিকাশক্তি। বিগত মাসখানেকের বেশি সময় ধরে মানুষ লকডাউন অবস্থায় আছে। অফিস, আদালত, শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যবসা-বাণিজ্য, দোকানপাট, পরিবহন সবকিছুই বন্ধ রয়েছে। এসময় সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের দিনমজুর নিম্নবিত্ত শ্রেণীর মানুষ যারা অনিশ্চিত কর্মবিরতির মধ্যে ভুগছে।
এ বিষয়ে ঢাকা মহানগর উওর ছাত্রলীগের নেতা বখতিয়ার ফাহমি বলেন “ঢাকা মহানগর উওর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান হৃদয় ভাইয়ের নির্দেশনা অনুযায়ী আমি আমার নিজ উদ্যোগে অসচ্ছল, কর্মহীন ও অনাহারী প্রায় শতাধিক পরিবারের মধ্যে খাদ্য সহায়তা প্রদান করেছি। ইতিপূর্বে বিভিন্ন স্থানে আমি ঢাকা মহানগর উওর ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে নিয়ে খাদ্যসামগ্রী বিতরণ করেছি আর আগামীতেও এ কর্মসূচি অব্যহত থাকবে”।
এ সময় আরও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিতি ছিলেন।