আগামী ১১ তম জাতীয় সংসদ নির্বাচনে অভিনেতা মনওয়ার হোসেন ডীপজল ঢাকা -১৪ (মিরপুর) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনেছেন।
শনিবার দুপুরে রাজধানীর ধানমন্ডি আওয়ামী লীগ কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন তিনি কর্মীদের নিয়ে।
মনোনয়নপত্র কেনার পর মনোয়ার হোসেন ডীপজল সাংবাদিকদের বলেন, আগামী নির্বাচনে আমি ঢাকা -১৪ আসনের আওয়ামী লীগ মনোনীত পার্থী হবো। নির্বাচনে জয়লাভ করে আওয়ামী লীগ থেকে মনোনীত হলে তিনি এই আসনটি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দিতে চান।
১৯৯৪ সালে ঢাকার ওয়ার্ড নং ৯ এর কাউন্সিলর ছিলেন ডীপজল। তিনি তখন বিএনপি রাজনীতিতে সক্রিয় ছিলেন।