মহামারী করোনা ভাইরাসের কারনে থমকে যাওয়া পরিস্থিতিতে অর্থের অভাবে পাঁকা ধান ঘরে তুলতে পারছেনা দিন মজুর ও অসহায় কৃষক জনাব গফুর আলী.
পরে আজ রোজা রেখেই কবিরহাট উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ‘কবিরহাট পৌরসভার মেয়র জহিরুল হক রায়হানের নির্দেশনায় এবং-
কবিরহাট উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল এর নেত্রীতে কবিরহাট কলেজ ছাত্রলীগ এবং কবিরহাট পৌরসভা ছাত্রলীগের কর্মী ও সহযোদ্ধাদের সাথে নিয়ে অসহায় কৃষক গফুর আলীর ধান কেটে দিলাম. গফুর আলীর চোখে মুখে স্বস্থির ছায়া দেখে সত্যিই মনটা খুশিতে ভরে গেলো.
আর এসমোয় উপস্থিত ছিলেন ইব্রাহীম খলিল বাবলু
সাংগঠনিক সম্পাদক কবিরহাট সরকারি কলেজ ছাত্রলীগ,
মোশারফ হোসেন মহসিন
প্রচার সম্পাদক কবিরহাট কলেজ ছাত্রলীগ, নুর হোসেন রানা ছাত্র নেতা কবিরহাট পৌরসভা ছাত্রলীগ, রেজাউল হক শাহিন শুভ ছাত্র নেতা কবিরহাট পৌরসভা ছাত্রলীগ,আব্দুল ওয়াজেদ জুয়েল ছাত্র নেতা কবিরহাট পৌরসভা ছাত্রলীগ,মোঃ মাইন উদ্দিন ছাত্র নেতা কবিরহাট পৌরসভা ছাত্রলীগ,মহিত, বাবু,হাসান, আরাপাত সহ।
কৃষক বাঁচলে দেশ বাঁচবে
কৃষক সেবায় আমাদের কার্যক্রম চলমান থাকবে।