উজ্জ্বল রায় নড়াইল জেলা প্রতিনিধিঃ
নড়াইলবাসীকে এমপি মাশরাফির পক্ষ থেকে পবিত্র রমজানের শু্ভেচ্ছা ও অভিনন্দন!!পবিত্র রমজানের শু্ভেচ্ছা ও অভিনন্দন। সাংসদ মাশরাফি বিন মোতর্জার পক্ষ থেকে নড়াইল ও লোহাগড়া সকল জনগনকে রমজানের পবিত্রতা রক্ষা করে, সকল কে বাড়িতে থেকে মহান আল্লাহর দরবারে দোয়া ও নামাজ আদায় করবার আহব্বান জানান। এই সাংসদ সকলের জনগনের সু-স্বাস্থ্য ও দীর্ঘ-আয়ু কামনা করেন। নির্বাচিত বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করছি। আমরা নড়াইল বাসি অসহায় মানুষের এই কান্ডারী মানবিক সাংসদ মাশরাফি বিন মোতর্জার সু-স্বাস্থ্য ও দীর্ঘ-আয়ু কামনা করি-মহান সৃষ্টি-কর্তা আল্লাহর কাছে