আবদুর রহমান,ঢাকা থেকে:
নোয়াখালী-৪(সূবর্নচর-সদর) আসনে আওয়ামী লীগের মনোনয়ন পত্র কিনেছেন নোয়াখালী জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক একরামুল করিম চৌধুরী।
আজ ১০ নভেম্বর, শনিবার বেলা ১১ টায় বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যালয়ে বাংলাদেশ আওয়ামীলীগ সাধারন সম্পাদক ওবায়দুল কাদেরের হাত থেকে একরামুল করিম চৌধুরী এ মনোনয়ন পত্র গ্রহন করেন।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, জেলা আওয়ামীলীগের যুগ্নসম্পাদক শামছুদ্দিন জহান,মমিন বিএসসি,সামসুদ্দিন সেলিম, জেলা আওয়ামীলীগ সদস্য মাহমুদুর রহমান জাবেদ,সদর উপজেলা আওয়ামীলীগ সভাপতি সিহাব উদ্দিন শাহিন ও সাধারন সম্পাদক এ্যাডভোকেট নাছির, শহর আওয়ামীলীগ সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টু, সাধারন সম্পাদক শহিদউল্লাহ খান সহেল ও সুবণচর উপজেলা আওয়ামীলীগ সভাপতি হানিফ ও সাধারন সম্পাদক ফারুক,জেলা যুবলীগ আহবায়ক ইমন ভট্ট ও যুগ্ম আহবায়ক বিপ্লব,জেলা ছাত্রলীগ সভাপতি আরমান, সাধারন সম্পাদক আদনান ও বিভিন্ন নেতৃবৃন্দ।