করোনা মোকাবেলায় সরকার পুরোপুরি ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ দুপুরে গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে বিভিন্ন সময়ে গুম, খুন, নির্যাতিত নেতাকর্মীদের পরিবারকে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে তিনি এ অভিযোগ করেন।
তিনি বলেন, সরকারের জবাবদিহিতা নেই বলেই, তারা এ করোনা ইস্যুতে উদাসীন ছিলো। এই মহামারী প্রমাণ করেছে, সরকারের শাসনব্যবস্থার মতোই স্বাস্থ্যখাতও ভঙ্গুর।
এসময়, ঐক্যবদ্ধভাবে করোনা মোকাবেলায় বিএনপির আহ্বানে সরকার গুরুত্ব দিচ্ছে না বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল।
সরকার সবাইকে প্রণোদনা দিলেও গণমাধ্যমকর্মীদের জন্য কোন উদ্যোগ না নেয়ার সমালোচনা করেন তিনি।।