নুর উদ্দিন মুরাদ:
নোয়াখালীর কবিরহাট উপজেলায় বৃষ্টিতে ভিজে কৃষকের ধান কেটে দিলো ছাত্রলীগ। আবেগে অশ্রুসিক্ত হলো কৃষকের চোখ। যখন বার বার বৃষ্টিতে ভিজে কৃষকের পাকা ধান নষ্ট হওয়ার পথে, লোকের অভাবে আর করোনা সংকটে যখন ধানগুলো কাটতে না পেরে বাটইয়া ৪ নং ওয়ার্ডের কৃষক কামাল ও আলমগীর দিশেহারা সেই মুহুর্তে সাবেক বাটইয়া ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি জসিম উদ্দিন শাহীনসহ ছাত্রলীগ কর্মীরা কৃষকের পাশে দাঁড়ালো। বৃষ্টিতে ভিজে ধানগুলো কেটে ঘরে তুলে দিলো।
মঙ্গলবার(২১ এপ্রিল) সকালে ছাত্রলীগ নেতা জসিম উদ্দিন শাহীনের নেতৃত্বে রাশেল, স্নেহের ছোট ভাই রিয়াদ, রহিম, শুভ, ফাভেল, সোহেল, আরমান, দিদার, ফারুক, শিপন এই ধান কাটায় অংশ গ্রহন করেন।
এসময় কৃষক কামাল বলেন, বৃষ্টি হওয়ার কারণে এবং করোনা পরিস্থিতিতেতে অর্থ ও লেবার সংকট থাকার কারণে আমি আমার ধান কাটতে পারছিলাম না। আমি দিশেহারা হয়ে পড়েছিলাম। ঠিক সেই মূহুর্তে ছাত্রলীগের কর্মীরা সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন আমার দিকে।
কৃষক আলমগীর বলেন, আমিও একই সমস্যায় পড়েছিলাম। করোনা পরিস্থিতিতে লেবার সংকট ও অধিক মজুরীর কারণে ধানগুলো কেটে ঘরে তুলতে পারছিলাম না। ছাত্রলীগের কর্মীরা আমার সেই শেষ সম্বল রক্ষা করলেন।
ছাত্রলীগ নেতা জসিম উদ্দিন শাহীন বলেন, আমরা ছাত্রলীগের নেতা-কর্মীরা বিভিন্ন কৃষকের ধান কেটে সহযোগিতা করছি। যে সমস্ত কৃষক লেবার সংকটের কারণে ধান কেটে ঘরে তুলতে পারছে না আমরা যতটুকু সম্ভব সহযোগিতা করে ধান কেটে দিচ্ছি। আমাদের সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে। বাংলাদেশ ছাত্রলীগ যে কোন বিপদে, যে কোন সংকটে দেশবাসীর পাশে দাঁড়াবে।