প্রাণঘাতী করোনা ভাইরাস রোধে দেশের মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে এবং মানুষের ধুরবোগ কমাতে অসহায় ও হতদরিদ্র মনুষের মাঝে ঢাকা মহানগর উওর ছাত্রলীগ নেতা বখতিয়ার ফাহমি প্রায় এক শত পঞ্চাশ প্যাকেট খাদ্য ও ত্রানসামগ্রী (চাল ৫কেজি,আলু২কেজি,পেঁয়াজ ১কেজি ডাল ৫০০গ্রাম তেল ১কেজি লবন ১কেজি ওএকটি সাবান) বিতরণ করা হয়েছে।
বাংলাদেশ ছাত্রলীগের অন্যতম ইউনিট ঢাকা মহানগর উওরের ছাত্র নেতা বখতিয়ার ফাহমির নেতৃত্বে এ কর্মসূচী পালন করা হয়। এসময় ফাহমি বলেন, আমরা নিজ নিজ জায়গা থেকে যদি কিছুটা সহযোগীতা করতে পারি তাহলে আমাদের দেশে আসহায় – ক্ষুধার্ত মানুষের কষ্ট কিছুটা হলেও লাঘব হবে।
তিনি বলেন, দেশে করোনা ভাইরাস এর কারনে সাধারণ ছুটি সব কিছু বন্ধ থাকার কারনে দিন মজুর ও শ্রমজীবী মানুষ আসহায় হয়ে পড়েছেন ।এর ফলে শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষেরা এসব কিনতে পারছে না। তাই আমরা এসব অসহায় মানুষদের হাতে খাবার পৌঁছে দিচ্ছি।
এসময় সমাজের বিত্তবানদের আসহায় মানুষদের পাশে দাঁড়ানোর আহবান জানিয়ে ফাহমি বলেন, দেশের সব ছাত্রলীগের নেতা কর্মী যদি অসহায় মানুষদের পাশে এভাবে দাঁড়ায় তাহলে দেশে না খেয়ে থাকা মানুষের পরিমাণ কিছুটা হলেও কম হবে।
এ সময় ঢাকা মহানগর উওর ছাত্রলীগের নেতা কর্মী সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।