বর্তমান বিশ্বের এক মহামারি আতংকের নাম করোনা ভাইরাস। বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২৪৫৬ জন, যার মধ্যে ৯১ জন নিহত হয়েছেন।
দেশের এই ক্লান্তিলগ্নে হতদরিদ্র মানুষদের পাশে দাঁড়িয়েছেন “সৈয়দ হারুন ফাউন্ডেশন”। ঢাকাস্থ সেনবাগ জাতীয়তাবাদী ফোরাম এর সম্মানিত সভাপতি এবং টপস্টার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জনাব সৈয়দ হারুন সাহেবের সহধর্মিণী সৈয়দা শেলীর উদ্যোগে “সৈয়দ হারুন ফাউন্ডেশন”-এর পক্ষ থেকে স্থানীয় কিছু দুস্থ এবং হত-দরিদ্রের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণের এই উদ্যোগ নেয়া হয়েছে।
মানব জাতির এই ক্রান্তিলগ্নে শেলী ম্যাডামের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় হয়ে থাকবে বলে জানান অনেকেই। অনেক চেষ্টা করেও উনার কাছ থেকে জানতে পারিনি, মোট কত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হচ্ছে।
খোঁজ নিয়ে জানা যায়, দক্ষিণ মানিকপুর এবং গোরকাটার অসংখ্য পরিবারের মাঝে আজ সন্ধ্যায় সম্পূর্ণ বিনা প্রচারণায় এবং অত্যন্ত সতর্কতার সাথে উক্ত ত্রাণ-সামগ্রী বিতরণ করা হয়েছে।