উজ্জ্বল রায় নিজস্ব প্রতিবেদক নড়াইলঃ
নড়াইলের পল্লীতে করোনা ভাইরাস রোধে রাস্তায় বের হলেই রাস্তার পাশে বসিয়ে রেখে শাস্তি। মহামারী করোনা ভাইরাস রোধে, নিষেধাজ্ঞা সত্বেও বিনা প্রয়োজনে ঘর থেকে বাহিরে আসার কারণে। উজ্জ্বল রায় নিজস্ব প্রতিবেদক নড়াইল জানান, (১৮ এপ্রিল) শনিবার সকালে। নড়াইলের লোহাগড়া উপজেলা সম্মুখে চললে লোহাগড়া থানার এসআই মিল্টন কুমার দেবদাসের নেতৃত্বে জিগ্যাসাবাদ ও রাস্তার পাশে বসিয়ে রেখে শাস্তি দেওয়া। করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য সরকারি আইন ঘরে থাকা, কেউ মানছে না” রাস্তা ও চায়ের দোকান গুলো দেখে মনে হচ্ছে মানুষ চোর পুলিশ খেলতে নেমেছে। পুলিশ দেখলে দোকানদার ঝাঁপ বন্ধ করে, জনগণ দৌড় দিয়ে পালিয়ে যায়। পুলিশ চলে গেলেই আবার জনগণ ও আড্ডা শুরু করে দোকানদার দোকানের ঝাঁপ খুলে বেচাকিনায় আড্ডায় মেতে ওঠে। এস আই মিলটন কুমার দেবদাস, উজ্জ্বল রায় নিজস্ব প্রতিবেদক নড়াইলকে জানান, আমরা সকলে যদি সচেতন না হই তাহলে এটা থেকে আমরা কেউ নিরাপদ নয়।তাই নড়াইল জেলার সকল মানুষের প্রতি বিনীতভাবে অনুরোধ করছি আপনারা ঘরে থাকবেন, ঘর থেকে বের হবেন না। মনে রাখবেন আপনি সুরক্ষিত থাকলে আপনার পরিবার ও আশেপাশের সবাই সুরক্ষিত থাকবে।