উজ্জ্বল রায় নিজস্ব প্রতিবেদক নড়াইল
নড়াইলের খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি দরের চাল কালোবাজারে বিক্রির অভিযোগে এক ডিলারের বিরুদ্ধে মামলা। উজ্জ্বল রায় নিজস্ব প্রতিবেদক নড়াইল জানান, নড়াইলের খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি দরের চাল কালোবাজারে বিক্রির অভিযোগে এক ডিলারের বিরুদ্ধে মামলা হয়েছে। আজ সকালে পুলিশ বাদী হয়ে লোহাগড়া থানায় এ মামলা করে। উজ্জ্বল রায় নিজস্ব প্রতিবেদক নড়াইল জানান, আশরাফ আলী (৪০) নামের অভিযুক্ত ডিলারের বাড়ি উপজেলার জয়পুর ইউনিয়নের আড়িয়ারা গ্রামে। তিনি এই ইউনিয়নের মরণমোড়ে এ চাল বিক্রি করতেন। পুলিশ সূত্র জানায়, ঘটনার সঙ্গে জড়িত থাকায় শহীদ খা (৩৮) নামের এক ভ্যানচালককে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তাঁর বাড়ি উপজেলার বাবরা গ্রামে। একই ঘটনায় আড়পাড়া গ্রামের জবদুল জমাদ্দার (৫৪) ও রজিবর শেখকে (৬৭) আড়াই হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) রাখি ব্যানার্জি। রাখি ব্যানার্জি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার রাত আটটায় মরণমোড়ে গিয়ে এ জেল-জরিমানা করা হয়। সেখান থেকে ৫০ কেজি চাল উদ্ধার করা হয়েছে। ডিলার পালিয়ে যাওয়ায় তাঁর নামে থানায় মামলা করা হয়েছে। শহীদ খা ওই ডিলারের কাছ থেকে ৩০ টাকা কেজি দরে ৫০ কেজি চাল কিনে জবদুল জমাদ্দার ও রজিবর শেখের কাছে বিক্রি করেছিলেন।লোহাগড়া উপজেলা ইউএনও মুকুল কুমার মৈত্র বলেন, ওই ডিলারের লাইসেন্স বাতিল করা হবে